ঠাকুরনগর কাটাখালিতে মা কালীর মন্দিরে ফের চুরি, আ*ত*ঙ্কে এলাকাবাসী
ঠাকুরনগর কাটাখালি এলাকায় মা কালীর মন্দিরে ফের চুরির ঘটনায় উত্তেজনা ছড়াল এলাকায়।
বছর পাঁচ-ছয় আগে একবার চুরি হয়েছিল এই মন্দিরে।
গতকাল রাতে ফের ঘটল দুঃসাহসিক চুরি।
পুরোহিত হরষিত বিশ্বাস জানান, চোরেরা মন্দিরের দরজা ভেঙে ঢুকে নিয়ে গেছে মায়ের সোনার ‘নত’, সোনার কানের দুল, সোনার টিপ, পিতলের থালা–বাটি, কাঁসার ঘন্টা সহ প্রায় সব পুজোর সামগ্রী। এমনকি শিবলিঙ্গ ও তার সোনার বেলপাতাও নিয়ে চম্পট দেয়।
তিনি জানান, প্রণামির বাক্সটিও মন্দির থেকে টেনে মাঠের মাঝে নিয়ে গিয়ে ভেঙে নগদ নিয়ে যায় চোরেরা। ভোরে মাঠে কাজ করতে গিয়ে স্থানীয় কৃষকেরা ভাঙা বাক্স পড়ে থাকতে দেখে তাঁকে খবর দেন।
পুরোহিত হরষিত বিশ্বাসের দাবি, “রাত বারোটা নাগাদ ঘুমোতে যাই। সকালে মন্দিরে এসে দেখি দরজা থেকে দু’টি তালা পর্যন্ত ভাঙা। ভিতরে ঢুকে দেখি সবকিছু গায়েব।”
তিনি আরও জানান, “এভাবে মায়ের স্থান লুঠ হওয়া অত্যন্ত দুঃখজনক।”
এলাকাবাসীর মতে, এই ধরনের চুরি সাধারণ চোরের পক্ষে সম্ভব নয়। কেউ নেশাগ্রস্ত বা পূর্বপরিচিত দুষ্কৃতী ছাড়া এমন দুঃসাহস দেখানো কঠিন।
ঘটনার পর থেকেই আতঙ্কে সাধারণ মানুষ। তাদের বক্তব্য, “মন্দিরই যখন নিরাপদ নয়, বাড়ি-ঘর কতটা সুরক্ষিত থাকবে?”
পুরোহিত হরষিত বিশ্বাস গাইঘাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। চুরির তদন্ত শুরু করেছে পুলিশ।













