মায়ের মমতা কি কোনও খাঁচায় আটকে রাখা যায়?
সেই প্রশ্নেরই যেন চোখে আঙুল দিয়ে উত্তর দিয়ে গেল সাম্প্রতিক এক ভাইরাল ভিডিও।
প্রকৃতি মাকে যে কী অসীম শক্তি দিয়েছে, তা আবারও প্রমাণ হল—নিজের সন্তানের বিপদ দেখলে মা আর সাধারণ মানুষ থাকে না, পরিণত হন অদম্য যোদ্ধায়।
এক চিড়িয়াখানার নিরিবিলি দুপুর। দর্শকেরা নিশ্চিন্তে দূর থেকে সিংহ দেখছেন। কিন্তু ঠিক তখনই ঘটে গেল চরম দুঃস্বপ্নের মতো এক ঘটনা—
হঠাৎ করে একটি ছোট্ট শিশু পা পিছলে সিংহের খাঁচার ভেতরে গিয়ে পড়ে!
চোখের পলকে চারদিকে হাহাকার—সবার ধক করে ওঠা বুকের মধ্যে যেন সময় থমকে গেল। খাঁচার একদিকে ভয়ংকর পুরুষ সিংহ, অন্যদিকে সিংহী—আর মাঝখানে অসহায় ছোট্ট প্রাণ।
কিন্তু যেখানে ভয়, আতঙ্ক, অসহায়ত্ব—সেখানে এক মুহূর্তও দেরি করেননি শিশুটির মা।
নিজের প্রাণের তোয়াক্কা না করেই বজ্রগতিতে ঝাঁপিয়ে পড়লেন সিংহের খাঁচায়!
ভাইরাল ভিডিওটিতে দেখা গেছে—মা নিজে বিপদের মুখে দাঁড়িয়ে, তবু অবিশ্বাস্য শক্তিতে নিজের মেয়েকে টেনে নিলেন বুকে। সেই মুহূর্তে যেন তিনি আর সাধারণ মানুষ নন—এক অবিনশ্বর মা, সন্তানের রক্ষাকবচ।
খাঁচার দুই সিংহ তখন অল্প দূরেই দাঁড়িয়ে। যে কোনও ভুলে কি ঘটতে পারত ভয়ংকর কিছু! তবুও নিজের বুক দিয়ে মেয়েকে ঢেকে মা উঠে এলেন খাঁচা থেকে—হাফ ছেড়ে বাঁচলেন দর্শকেরা, আর হৃদয় কেঁপে উঠল কোটি মানুষের।
ভিডিওটি ছড়িয়ে পড়তেই ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়।
মানুষ লিখছেন—
“এটাই মা… যিনি মৃত্যু আর জীবনের মাঝেও দাঁড়িয়ে সন্তানকে ফিরিয়ে আনতে পারেন।”
আরও কেউ লিখেছেন—
“মায়ের সাহস পৃথিবীর সবচেয়ে শক্তিশালী অস্ত্র।”
এই এক ঘটনাই আবার মনে করিয়ে দিল—
‘মা’ শব্দটি শুধু সম্পর্ক নয়, তা এক অদম্য শক্তির নাম।













