Search
Close this search box.

শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে ৯৯% SIR কাজ সম্পন্ন

শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে ৯৯% SIR কাজ সম্পন্ন

বাঁকুড়ার ব্যতিক্রমী বি.এল.ও সোনালী করের অনন্য দৃষ্টান্ত

জন্মগত শারীরিক প্রতিবন্ধকতা—দুই হাত ও দুই পায়েরই আঙুল নেই।

তবুও জীবনের কোনও প্রতিকূলতাকে বাধা মানতে রাজি নন বাঁকুড়ার ২ নম্বর ব্লকের বাঁকি গ্রামের ১৬ নম্বর বুথের বি.এল.ও সোনালী কর।

দায়িত্ববোধ ও অদম্য মানসিক শক্তিকে সঙ্গী করে SIR-এর মতো জটিল কাজের ৯৯ শতাংশ সম্পন্ন করে নজির গড়েছেন তিনি।

রাজ্যজুড়ে SIR কাজ শুরুর পর বহু বি.এল.ও কাজের চাপ, অসুস্থতা—এমনকি আত্মহত্যার মতো মর্মান্তিক খবরও উঠে এসেছে। সেই পরিস্থিতিতেই উজ্জ্বল ব্যতিক্রম হয়ে সামনে এসেছেন সোনালী কর। জন্ম থেকেই শারীরিক সীমাবদ্ধতা থাকলেও, কখনও ভরসা হারাননি। বরং প্রতিটি চ্যালেঞ্জকে তিনি পরিণত করেছেন নিজের প্রেরণায়।

ছোটবেলা থেকেই প্রবল ইচ্ছাশক্তিকে সঙ্গী করে পড়াশোনা করেছেন সোনালী। পরে আইসিডিএস কর্মী হিসেবে কর্মজীবন শুরু করেন। বর্তমানে বি.এল.ও হিসেবে তিনি শুধু দায়িত্ব পালনই করছেন না—বরং দেখিয়ে দিচ্ছেন, ইচ্ছা থাকলে কোনও প্রতিবন্ধকতাই মানুষকে আটকে রাখতে পারে না।

নিজের পরিশ্রম, নিষ্ঠা এবং অদম্য মনোবলের জোরে সোনালী কর আজ সত্যিই অনন্য দৃষ্টান্ত। জীবনের লড়াই যে কীভাবে জিতে নিতে হয়—তার প্রতিটি পদক্ষেপ যেন সেই শিক্ষাই দেয়।

Share this article

More News

ভোরের সুরে ভরপুর এক গ্রাম কোয়েল পাখির গানেই প্রাণ ফিরে পায় এই গ্রাম।ভোরের সুরে ভরপুর এক গ্রাম কোয়েল পাখির গানেই প্রাণ ফিরে পায় এই গ্রাম।ভোরের সুরে ভরপুর এক গ্রাম কোয়েল পাখির গানেই প্রাণ ফিরে পায় এই গ্রাম।ভোরের সুরে ভরপুর এক গ্রাম কোয়েল পাখির গানেই প্রাণ ফিরে পায় এই গ্রাম।ভোরের সুরে ভরপুর এক গ্রাম কোয়েল পাখির গানেই প্রাণ ফিরে পায় এই গ্রাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *